ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ নাভিদ নেওয়াজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ নাভিদ নেওয়াজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ- ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক শ্রীলঙ্কান ক্রি‌কেটার নাভিদ নেওয়াজকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড-বিসিবি। চুক্তি অনুযায়ী ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত তিনি টাইগার যুবা দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন।

নিয়োগ পেয়েই সোমবার (১৬ জুলাই) খুলনায় অনূর্ধ্ব-১৯ দলের সাথে যোগ দিয়েছেন নবনিযুক্ত এই যুবা গুরু। মঙ্গলবার (১৭ জুলাই) নাভিদ নেওয়াজের নিয়োগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিসিবি'র ন্যাশনাল গেমস ডেভেলপমেন্টের ম্যানেজার মোহাম্মদ কাওসার।

এর আগে যুবাদের হেড কোচের দায়িত্ব পালন করেছেন অজি ডেমিয়েন রাইট। গেল বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপকে সামনে রেখে ওই বছরের মে মাসে সাইফ-আফিফদের দায়িত্ব নিতে তিনি বিসিবিতে যোগ দেন। চুক্তির মেয়াদ বাড়ানো না হলে বিশ্বকাপ শেষে তিনি চলে যান।

তার চলে যাওয়ার পর থেকেই নতুন বিদেশি হেড কোচ খুঁজে আসছিলো বিসিবি। এর মাঝে স্থানীয় দুই কোচ মিজানুর রহমান বাবুল ও আবদুল করিম জুয়েল পরপর দুই যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব পালন করেন। তবে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী কোন চুক্তিতে যায়নি বিসিবি।

অবশেষে নাভিদ নেওয়াজকেই চুড়ান্ত করলো বিসিবি।  ক্রি‌কেটার হিসেবে নাভিদের ক্যারিয়ার মোটেও লম্বা ছিল না। শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ১টি টেস্ট ও ৩ টি ওয়ানডে খেলেছেন তিনি। ২০০২ সালে খেলা একমাত্র টেস্টটি আবার বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন তিনি।

বাংলাদেশের যুবাদের দায়িত্ব নেওয়ার আগে তিনি ২০০৯ সালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। একই বছর তিনি শ্রীলঙ্কা নারী দলের উপদেষ্টা কোচ হিসেবেও কাজ করেছেন।

উল্লেখ্য, হাই পারফরম্যান্স দলের সাথে ওয়ানডে ফরম্যাটের তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে বর্তমানে খুলনায় অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১৬, ১৮ ও ১৯ জুলাই ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।