ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন ভাগে ভাগ হয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
তিন ভাগে ভাগ হয়ে আসছে ওয়েস্ট ইন্ডিজ ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে তিন ভাগে হয়ে বাংলাদেশ সফরে আসছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। যার শুরুটা হবে বুধবার (১৪ নভেম্বর) থেকে। ওইদিন ভারত থেকে জেট এয়ারওয়াজ যোগে বিকেলে তাদের ঢাকা আসার কথা রয়েছে।

আর ক্যারিবিয়ান দ্বীপ থেকে দলের বাকি সদস্যরা আসবেন পরদিন অর্থাৎ বৃহস্পিতিবার (১৫ নভেম্বর) সকালে ও বিকেলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি মঙ্গলবার (১৩ নভেম্বর) বাংলানিউজকে জানিয়েছে।

সূত্রমতে, ‘বুধবার বিকেল সোয়া ৪ টায় জেট এয়ারলাইন্সে ১০ জন আসবে ভারত থেকে। পরের দিন ওয়েস্ট ইন্ডিজ থেকে সকাল সোয়া ৮টায় আসবে ছয়জন। আবার বিকেলে ৯ জন। এভাবে ভাগ করে আসতেছে। ’

ঢাকা পৌঁছেই প্রথম টেস্টে অংশ নিতে টিম চলে যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানে আগামী ১৮ ও ১৯ নভেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে অংশ নেবে দুই দিনের প্রস্তুতি ম্যাচে। এরপর ২২-২৬ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সাকিব আল হাসানদের মুখোমুখি হবে জেসন হোল্ডাররা।

প্রথম টেস্ট শেষে ২৭ নভেম্বর দুই দলই ঢাকায় ফিরবে। ঢাকা এসে ৩০ নভেম্বর-৪ ডিসেম্বর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে শেষ টেস্ট। টেস্ট সিরিজ শেষ হলে ৬ ডিসেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে গড়াবে একদিনের প্রস্তুতি ম্যাচ। ৯ ডিসেম্বর শের ই বাংলায় প্রথম ওয়ানডেতে মাশরাফিদের মোকাবেলা জেসন মোহামেদ ও তার দল।

একই ভেন্যুতে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ১২ ডিসেম্বর দুই দলই চলে যাবে সিলেট। ১৪ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বলে রাখা ভাল প্রতিটি ওয়ানডে ম্যাচই হবে দিবা-রাত্রির।

ওডিআই সিরিজ শেষে ১৭ ডিসেম্বর একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি খেলে ১৮ ডিসেম্বর দুই দল ফিরবে ঢাকায়।

২০ ও ২২ ডিসেম্বর মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শেষ দুই টি টোয়েন্টি শেষে ২৩ ডিসেম্বর সফরকারীরা দেশের বিমান ধরবে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।