ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ফুটবল

ইয়ংয়ের বিপক্ষে ম্যাচের আগে সতর্ক জামাল ভূঁইয়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
ইয়ংয়ের বিপক্ষে ম্যাচের আগে সতর্ক জামাল ভূঁইয়া 

উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসকে উড়িয়ে দিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শুরু করে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। স্বাগতিকরা এবার শিরোপা পুনরুদ্ধারের পথে নেমেছে। তার জন্য বন্দর মাঠে কঠোর অনুশীলন সারছে বন্দর নগরের দলটি। চেনা পরিবেশে এবার তারা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের আরেক দল ইয়ং এলিফেন্টসের। যারা কিনা হারিয়ে দিয়েছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহন বাগান অ্যাথলেটিক ক্লাবকে। 

যার জন্য এলিফেন্টসের তরুণ দলটিকে হালকাভাবে নিচ্ছে না চট্টগ্রাম আবাহনী। অনুশীলনের ফাঁকে সেই কথায় জানালেন ক্লাবটির অধিনায়ক জামাল ভূঁইয়া।

 

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক বলেন, ‘প্রথম ম্যাচে বড় জয় পেয়েছি। তবে এখন আমাদের সামনের ম্যাচগুলোর দিকেই তাকাতে হবে। ’

বুধবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ইয়ং এলিফেন্টসের মুখোমুখি হওয়ার আগে নানা কৌশল ও বিশ্লেষণও শুরু করেছে চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক ও অধিনায়ক জামাল ভূঁইয়া। কেননা পিছিয়ে পড়েও মোহন বাগানের বিপক্ষে যেভাবে এলিফেন্টসের তরুণরা ম্যাচ জিতেছে তার জন্য লাওসের দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই চট্টগ্রাম আবাহনীর।  

জামাল ভূঁইয়ারা ইতোমধ্যে এলিফেন্টসের ম্যাচের ভিডিও-ও বিশ্লেষণ করেছেন। অনুশীলনের ফাঁকে সেই কথায় শোনালেন তিনি, ‘আজকে আমরা ভিডিও অ্যানালাইস করেছি ইয়ং এলিফেন্টসেই। ওরা তরুণ দল। মারুফ স্যারের সঙ্গে এ নিয়ে আমার আলোচনাও হয়েছে। ইয়ং ভালো দল। তারা মোহন বাগানকে হারিয়েছে। ’

তিনি আরও বলেন, ‘ওদের দুই উইং খুব ভালো। ওরা কাউন্টার অ্যাটাকে শক্ত। মোহন বাগানের বিপক্ষে ওরা খুব ভালো অ্যাটাক করেছে। মোহন বাগান তো পেনাল্টি মিস করেছে। তারপর কাউন্টার অ্যাটাকে গোল খেলো। ইয়ং খুব আক্রমণাত্মক এবং শক্তিশালী দল। ’ 

নিজের দল চট্টগ্রাম আবাহনী সম্পর্কে জামাল ভূঁইয়া বলেন, ‘এটা নতুন দল। দলের ১১ জন সবাই প্রথমবার এক সঙ্গে খেলছে। প্রথম ম্যাচ। আমাদের দলে কম্বিনেশন ভালো আছে। আরও ভালো করতে হবে। এ ম্যাচটি জিতলে আমরা নিশ্চিত সেমিফাইনাল খেলবো। নেক্সট ম্যাচ খুব ক্রুশিয়াল হবে। ’ 

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
ইউবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।