ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিশ্বকাপ জয়ে পিরোজপুরে ক্রিকেটপ্রেমীদের বাঁধভাঙা উল্লাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
বিশ্বকাপ জয়ে পিরোজপুরে ক্রিকেটপ্রেমীদের বাঁধভাঙা উল্লাস ছবি: বাংলানিউজ

পিরোজপুর: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় পিরোজপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ক্রিকেটপ্রেমীরা।   

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের পোস্ট অফিস সড়ক থেকে ক্রিকেটপ্রেমী আজমুল হুদা নিজুমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পোস্ট অফিস সড়কে এসে শেষ হয়। এ আনন্দ মিছিলে শহরের বিভিন্ন স্তরের প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।

পরে   মিছিলে অংশগ্রহণকারী ও স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।  

এ সময় ক্রিকেটপ্রেমিক আজমুল বলেন, ‘আমাদের দেশ এই প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। তাই আমরা অনেক খুশি। আমরা চাই ক্রীড়াঙ্গণের সবকিছুতেই বাংলাদেশ এগিয়ে থাকবে। ’

মিছিলে অংশ নেওয়া পিরোজপুরের ইয়ুথ সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. হাসিবুল হাসান বাংলানিউজকে জানান, ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়ে আমরা আমাদের খেলোয়ড়দের নিয়ে গর্বিত। এ দেশের টাইগারদেরকে যে দমিয়ে রাখা যায় না তারা এ ভাষার মাসে বুঝিয়ে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।