ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নারী রোকবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
নারী রোকবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

‘ওয়ালটন কাপ নারী রোকবল প্রতিযোগিতা-২০২০’- এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।  

মঙ্গলবার (১০ নভেম্বর) ফাইনালে বাংলাদেশ আনসারের কাছে হেরে যায় মকদুম স্পোর্টিং ক্লাব।

ফলে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জেতে বাংলাদেশ আনসার।  

পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ফাইনালে বাংলাদেশ আনসার ৩-১ সেটে পরাণ মদকুম স্পোর্টিং ক্লাবকে হারায়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এ ছাড়া অংশ নেওয়া প্রত্যেক দলকে ওয়ালটনের পক্ষ থেকে জার্সি দেওয়া হয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), রোকবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রায়হান উদ্দিন ফকির ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বি.এম. সহিদুজ্জামানসহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।