ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হয়েছে বিমান বাহিনীর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
শুরু হয়েছে বিমান বাহিনীর অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 

রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী আন্তঃঘাঁটি অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২০।  

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু খেলার মাঠে শুরু হয়েছে এ প্রতিযোগিতা।

 

বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির  ‍এওসি এয়ার ভাইস মার্শাল মো. সাঈদ হোসেন এ আন্তঃঘাঁটি অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা,  এমওডিসি এবং অন্যান্য সদস্যরা।  

প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর সাতটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
আরএআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।