ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফেনীতে হবে আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়াম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ফেনীতে হবে আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়াম 

ফেনী: ফেনীতে আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।  

বঙ্গবন্ধু একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি বলেন, ইতোমধ্যেই পরিকল্পনায় আছে ৪০ একর জমির ওপর আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের।  

তিনি বলেন, ক্রিকেটে ফেনীর আন্তর্জাতিক মানের খেলোয়াড় রয়েছেন। আশা করছি ফুটবলেও তেমন খেলোয়াড় উঠে আসবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে অনুর্ধ্ব-১২ ও অনুর্ধ্ব-১৮ দলের ইভেন্টে ফেনী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ভাষাশহীদ আবদুস সালাম স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম, পিপিএম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য খন্দকার রকিবুল ইসলাম রকিব, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গ্রাসরুট ম্যানেজার মো. হাসান মাহমুদ।

ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্রীড়ামোদী লোকজন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনুর্ধ্ব-১২ ফেনী স্পোর্টস ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে ফুটবল একাডেমি ফেনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফেনী ফুটবল একাডেমির মো. রিপন।

এদিকে অনুর্ধ্ব-১৮ ছাগলনাইয়া ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে ফেনী ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ফেনী ফুটবল একাডেমীর আবির।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসএইচডি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।