ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এশিয়ান গেমসে ক্রিকেটসহ ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এশিয়ান গেমসে ক্রিকেটসহ ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটসহ ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ। এর আগে ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ক্রিকেট ছিল না।

কুর্মিটোলা গলফ ক্লাবে শনিবার (১৬ জানুয়ারি) এক সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিওএর পক্ষ থেকে জানানো হয় এই তথ্য।

২০২২ সালের ১০-২২ সেপ্টেম্বর চীনের হ্যানজং শহরে অনুষ্ঠিত হবে ১৯তম এশিয়ান গেমস। ওই আসরে ক্রিকেট দল পাঠাবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ বাকি খেলা হচ্ছে- সাঁতার, অ্যাথলেটিকস, বাস্কেটবল, আর্চারি, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিকস, হকি, কাবাডি, কারাতে, ব্রিজ, রোলার স্কেটিং, ব্রিজ, তায়কোয়ান্দো ও ভারোত্তোলন।

করোনা মহামারির কারণে গত বছর দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর বাংলাদেশ গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর নির্বাহী কমিটির সভায় পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এক বছর পিছিয়ে আগামী ১-১০ এপ্রিল অনুষ্ঠিত হবে 'বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস'।  

বিওএর আজকের সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, এ বছরের ১-১৯ সেপ্টেম্বর তুরস্কের কেনিয়া শহরে অনুষ্ঠেয় পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে ১৩টি খেলায় অংশ নেবে বাংলাদেশ। খেলাগুলো হচ্ছে- কারাতে, হ্যান্ডবল, সাঁতার, তায়কোয়ান্দো, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, অ্যাথলেটিকস, আর্চারি, বাস্কেটবল, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিকস।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।