ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত  ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হয়েছে।  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে ডিজিটাল পদ্ধতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হচ্ছে।

এরই অংশ হিসেবে শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সাড়ে ৫ হাজার প্রতিযোগী নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।  

ম্যারাথন দৌড় জেলা শহরের ড. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) নতুন স্টেডিয়াম থেকে শুরু হয়ে শান্তি মোড়, বিশ্বরোড, অক্ট্রয় মোড়, মহানন্দা বাসস্ট্যান্ড, আলীনগর রেলগেট, ফায়ার সার্ভিস, উদয়ন মোড়, নিউ মার্কেট হয়ে শেষ হয় পুরাতন স্টেডিয়ামে। পরে প্রতিযোগিদের মধ্যে সেরা ১০০ জনকে সনদপত্র ও পুরস্কার দেওয়া হয়।  

এর আগে ড. আ হ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) পুরাতন স্টেডিয়ামে ম্যারাতন দৌড়ের উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন লিবিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীমুজ্জামান।  

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার (এসপি) এ এইচ এম আব্দুর রকিব, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।