বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘শেখ রাসেল ৪র্থ তীর জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ’ শুরু হচ্ছে আগামীকাল (১৬ অক্টোবর)। প্রতিযোগিতাটি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।
অনুর্ধ্ব-২১ জুনিয়র, অনুর্ধ্ব-১৮ ক্যাডেট এবং অনুর্ধ্ব-১৫ ইয়াংস্টার এই ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি আয়োজিত হবে। আসরে জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, সার্ভিসেস সংস্থা ও বিকেএসপি আর্চারি দল অংশগ্রহণ করবে। ইয়াংস্টার ক্যাটাগরিতে শুধুমাত্র রিকার্ভ ডিভিশনে এবং জুনিয়র ও ক্যাডেট ক্যাটাগরিতে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মোট ১২৮জন আরচার এই চ্যাম্পিয়নশিপপে প্রতিদ্বন্দ্বিতা করবে। রিকার্ভ বিভাগে পুরুষ ৭৬জন ও ৩৩জন নারি আরচার খেলবেন। কম্পাউন্ড বিভাগে পুরুষ ১০জন ও ০৯জন নারী আর্চার খেলবেন।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২২
এআর/এমএইচএম