ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

যুব হকির প্রথম পর্ব শেষ, ফ্রাঞ্চাইজি হকির পর মূল পর্বের খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
যুব হকির প্রথম পর্ব শেষ, ফ্রাঞ্চাইজি হকির পর মূল পর্বের খেলা

জয়পুরহাট ভেন্যুতে রাজশাহীর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে ওঠার মধ্যে দিয়ে শেষ হলো আল আরাফা ইসলামী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতার প্রথম পর্ব। এই ভেন্যুর শেষ ম্যাচে ‘ক’ গ্রুপে রাজশাহী ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক জয়পুরহাটকে।

‘খ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে আগেই চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছিল নাটোর।

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ৫৭টি দল নিয়ে ৯টি ভেন্যুতে এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব শেষ হলো। দুইটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। ২৮ অক্টোবর ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই লিগের পরই শুরু হবে জাতীয় যুব হকির চূড়ান্ত পর্ব।

একনজরে চূড়ান্ত পর্বে উঠেছে যে ১৮ দল: বিকেএসপি, ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, যশোর, পটুয়াখালী, ফরিদপুর, মানিকগঞ্জ, খুলনা, চুয়াডাঙ্গা, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী ও নাটোর।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।