নব্বইয়ের দশকে ঢাকা মোহামেডানের জার্সি গায়ে ঢাকার ক্লাব হকি মাতিয়ে গিয়েছিলেন তিনি। শাহবাজ আহমেদের স্টিকের কারুকাজ দেখতে তখন মওলানা ভাসানী স্টেডিয়ামের গ্যালারিতে ভিড় করতেন অনেক দর্শক।
উপমহাদেশের হকিতে শাহবাজ আহমেদের অন্যরকম পরিচিতি আছে; যাকে ‘হকির ম্যারাডোনা’ বলেও অভিহিত করা হয়ে থাকে। পাকিস্তানের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী এই তারকা এবার বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে গাঁটছড়া বাঁধতে ঢাকায় এসেছেন।
তবে হকির ‘ম্যারাডোনা’খ্যাত পাকিস্তানের সাবেক অধিনায়ককে এবার বাংলাদেশের হকিতে পাওয়া যাবে ভিন্ন ভূমিকায়। ২৮ অক্টোবর ঢাকায় শুরু হতে যাওয়া দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগে তিনি ক্রিকেটার সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মার পরামর্শক হয়ে কাজ করবেন। কাজ শুরুও করে দিয়েছেন প্রথম দিনে এসেই। বিকেলে ঢাকায় এসে সন্ধ্যার পর মোনার্ক মার্টের খেলোয়াড়দের নিয়ে পরিচিতি পর্বও সেরে নিয়েছেন।
বাংলাদেশ সময়:
এআর