হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় জয়ের দেখা পেয়েছে সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক মার্ট পদ্মা। আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে একমি চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি।
ম্যাচের অষ্টম মিনিটে রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে এগিয়ে যায় মোনার্ক মার্ট পদ্মা (১-০)। বক্সে নাঈমউদ্দীনের শট চট্টগ্রামের গোলরক্ষক সজীবুর রহমান ফিরিয়ে দিলে ফিরতি বল জালে পাঠান তিনি। দ্বিতীয় কোয়ার্টারের গোল করতে পারেনি কোনো দলই।
পিছিয়ে পড়ে তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরে চট্টগ্রাম। ৩৪তম মিনিটে গোল করেন জার্মানির খেলোয়াড় পার হেনরিকস (১-১)। খেলার ৩৬তম মিনিটে চট্টগ্রামের হয়ে ব্যবধান বাড়ান ভারতীয় খেলোয়াড় দেবেন্দর বালমিকি (২-১)। ডি-বক্সের সামনে কেলেরমানের বাড়ানো বলে গোল করেন ভারতীয় এই ফরোয়ার্ড। ৪১তম মিনিটে পদ্মার হয়ে পিসি গোলে সমতা ফেরান ভারতীয় খেলোয়াড় সাইফ খান (২-২)। তৃতীয় কোয়ার্টারের শেষদিকে ৪৪তম মিনিটে সাইফ খানের ফিল্ড গোলে ব্যবধান বাড়ায় পদ্মা (২-৩)।
তবে সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি চট্টগ্রাম। ৪৬তম মিনিটে চট্টগ্রামের হয়ে গোল করেন বালমিকি (৩-৩)। খেলার ৫৯তম মিনিটে চট্টগ্রামের বিপক্ষে শেষ গোলটি করনে জাপানি খেলোয়াড় মিয়া তিনিমিতসু (৪-৩)। পিসি থেকে গোল করেন এই ডিফেন্ডার। আর তাতেই লিগে তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবের মোনার্ক মার্ট পদ্মা।
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২২
এআর/আরইউ