কক্সবাজার: ট্যুরিজম অ্যান্ড পিচ বা পর্যটন শান্তির সোপান-প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্যদিয়ে কক্সবাজারে উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুগন্ধা বিচ পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করা হয়।
এছাড়াও দিবসটিকে ঘিরে বিকেলে আলোচনা ও সন্ধ্যায় লাবনী বিচ পয়েন্টের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
র্যালিতে বিচ বাইক, ঘোড়ার গাড়ি ও বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন হোটেল-মোটেলসহ পর্যটন শিল্পে জড়িত বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বেলুন ও কবুতর অবমুক্ত করে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ সালাহ উদ্দিন।
প্রতি বছর এ দিবসকে ঘিরে সপ্তাহব্যাপী বিচ কার্নিভ্যাল ও পর্যটন মেলার আয়োজন থাকলেও এবার প্রশাসনের উদ্যোগে তেমন কোনো আয়োজন বা সাজসজ্জা নেই দিবসটি ঘিরে৷
হোটেল ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে পর্যটনের গেল এক বছর কেটেছে মন্দায়।
তারপরও পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহজুড়ে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে সব তারকা মানের হোটেলগুলো। তাদের আশা এ বছর হবে পর্যটনের বছর, পর্যটন সমৃদ্ধের বছর।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এসবি/এসআইএস