ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পর্যটন

ছুটির দিনে নারায়ণগঞ্জে

মাহফুজুর রহমান পারভেজ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
ছুটির দিনে নারায়ণগঞ্জে ছুটির দিনে মানুষের ভিড়, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছুটির দিনে একটু অন্যরকম আমেজ থাকে সবার মাঝেই। সপ্তাহজুড়ে মানুষের চিন্তা থাকে ছুটির দিনে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় গিয়ে পরিবার...

নারায়ণগঞ্জ: ছুটির দিনে একটু অন্যরকম আমেজ থাকে সবার মাঝেই। সপ্তাহজুড়ে মানুষের চিন্তা থাকে ছুটির দিনে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, কোথায় গিয়ে পরিবার-পরিজন নিয়ে একটু অবসর সময় কাটানো যায়।

নারায়ণগঞ্জ হতে পারে সেই বিনোদনের স্থান। যদিও এখানে আগের মতো আর মানুষজন ভিড় করেন না। তবুও জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, শহরের ভেতরে খানপুর বরফকলের দিকে নতুন গড়ে উঠা চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক। যদিও এই পার্কটি এখনও পুরোপুরিভাবে চালু হয়নি। পার্কের কিছু রাইড স্থাপন বাকি। এসব রাইড বসানো হলে পার্কটি একটি ভালো মানে পরিণত হবে বলে স্থানীয়দের ধারণা। তবে এখনই পার্কটি চালু রয়েছে, প্রায় প্রতিদিনই।

শহরের কাছেই রয়েছে পঞ্চবটির অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক। এখানেও মানুষ তাদের সন্তানদের নিয়ে ঘুরতে যান। ছুটির দিন দুপুরের পর থেকে রাত পর্যন্ত এখানে ভিড় থাকে সমানভাবে।
 
শহরের অনেক মানুষ এসব স্থানে না গেলেও সময় কাটান শহরের ৫নং ঘাট এলাকায়। সেখানে ওয়াকওয়েতে হাঁটাহাঁটি করে, পাশের ফুচকা-চটপটির দোকানে বসে পরিবার ও বন্ধু পরিজন নিয়ে সময় পার করেন অনেক মানুষ। ঢাকা থেকেও ‍আসেন অনেকে।

এদিকে সোনারগাঁ জাদুঘর ও বাংলার তাজমহল ছাড়াও সোনারগাঁয়ের পানাম সিটি, গিয়াস উদ্দিন আযম শাহের মাজার, বারদী জ্যোতি বসুর বাড়ি, মেঘনা নদীর বৈদ্যোর বাজার ঘাট ও কাইকারটেক ব্রিজ এলাকায় বিপুল সংখ্যাক দর্শনার্থীর আগমন ঘটে প্রতিটি ছুটির সকাল-বিকেলেই।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।