বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বসুন্ধরার পুষ্পগুচ্ছ হলে এ মেলা শুরু হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বিমসটেকের সচিব শহিদুল ইসলাম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, ঢাকা ও কাঠমান্ডুতে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো, ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভূবন চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক এ মেলায় সাতটি দেশের ৫৩টি পর্যটন সংস্থার ১১৫টি স্টল অংশ নিয়েছে।
মাসিক পর্যটন বিচিত্রা আয়োজিত এ মেলা আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় টিকিট কেটে প্রবেশ করতে হবে দর্শনার্থীদের।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
টিএম/আরবি/