ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

১ জুলাই থেকে ঢাকা-ইস্তাম্বুল রুটে চলবে টার্কিশ এয়ারলাইন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ২০, ২০২০
১ জুলাই থেকে ঢাকা-ইস্তাম্বুল রুটে চলবে টার্কিশ এয়ারলাইন্স

ঢাকা: করোনায় ফ্লাইট বন্ধ রাখার প্রায় সোয়া ৩ মাস পর আগামী ১ জুলাই থেকে ফের ঢাকা-ইস্তাম্বুল রুটে ফ্লাইট পরিচালনা করবে তুরস্কের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা টার্কিশ এয়ারলাইন্স। 

শনিবার (২০ জুন) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এ তথ্য জানিয়েছে। এই উড়োজাহাজ সংস্থাকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিতে বেবিচক সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানিয়েছে।

 

টার্কিশ এয়ারলাইন্সে ইস্তাম্বুলে ট্রানজিট হয়ে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে টার্কিশ এয়ারলাইন্স।  

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ১ জুলাই থেকে টার্কিশ এয়ারলাইন্সকে ঢাকা-ইস্তাম্বুলে রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ২০, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।