পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়কে বলা হয় হিমালয় কন্যা। তিন দিকে ভারতীয় সীমান্তবেষ্টিত এই জেলার সঙ্গে পাহাড়ের যোগাযোগ নিবিড়।
তবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত প্রতিবছর আসে হাতে গোনা দু’একদিনের জন্য। এবারের চিত্র ভিন্ন। করোনাকালে দীর্ঘদিন লকডাউন থাকায় বাংলাদেশ, নেপাল কিংবা ভারতের আকাশ বেশি পরিষ্কার। তাই কাঞ্চনজঙ্ঘাও টানা তিনদিন মেলেছে সোনাঝরা রূপের ডালি। যা দেখতে পেয়েছে পঞ্চগড় ও লালমনিরহাটের মানুষ পর্যন্ত। এসব অঞ্চলে নেমেছে পর্যটকের ঢল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত টানা তিন দিন খালি চোখে দেখা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। তবে বহু পর্যটক যখন পঞ্চগড়ের টিকিট কেটে বসে আছে ঠিক সেই সময় মুখ গোমড়া করেছে আকাশ। ফলাফল অন্তত তিনদিন দেখা দেবে না এই শৃঙ্গ। এরপরও দেখা যাবে কিনা সেটা নির্ভর করবে কুয়াশা ও মেঘের গতিবিধির উপর।
আপাতত খবর, আকাশে লঘু চাপ সৃষ্টি ও মেঘ জমে থাকায় বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে এমনটি।
আবার কবে উত্তরের আকাশে কাঞ্চনজঙ্ঘা উঁকি দেবে তা জানার জন্য তাকিয়ে থাকতে হবে আকাশ আর আবহাওয়াবার্তার দিকে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এএ