ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

পর্যটকদের জন্য কুয়াকাটা সৈকতে নির্মিত হচ্ছে চেঞ্জিং জোন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুন ৬, ২০২১
পর্যটকদের জন্য কুয়াকাটা সৈকতে নির্মিত হচ্ছে চেঞ্জিং জোন

পটুয়াখালী: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের জন্য ‘চেঞ্জিং জোনে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  

পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে রোটারি ক্লাবের উদ্যোগে পর্যটকদের জন্য ‘চেঞ্জিং জোন’ নির্মাণ করা হবে।

রোববার (০৬ জুন) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ এবং রোরিয়ান মো. রুবাইয়াত হোসেন যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  

এসময় উপস্থিত ছিলেন- কুয়াকাটা বিচ রোটারি ক্লাবের সভাপতি এলিনা সুরভী, নির্বাচিত সভাপতি ওহিদুজ্জামান সোহেল, সাবেক সভাপতি সাইদ হাসান, মোতালেব শরীফ, জিয়াউর রহমানসহ অন্যান্য রোটারিয়ান।  

রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩০৮১ এর উদ্যোগে সৈকত সংলগ্ন পর্যটন পার্কের কাছেই নির্মিত হচ্ছে ২০০০ বর্গফুটের এ চেঞ্জিং জোন। সমুদ্রে গোসলের আগে-পরে নারী-পুরুষ চেঞ্জিং জোনে নিরাপদে পোশাক পরিবর্তন করতে পারবেন। সেই সঙ্গে পর্যটকদের গুরুত্বপূর্ণ মালপত্র সংরক্ষণের জন্যও এখানে নির্মিত হবে ‘লকার রুম’।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুন ৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।