বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বাদ ফজর তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (২২ জানুয়ারি) শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
এ বছর বিশ্ব ইজতেমার দুই ধাপে দেশের ৩৩টি জেলার মুসল্লিরা অংশ নেবেন।
এদিকে ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে এরইমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। অনেকে নিজ নিজ খিত্তায়ও অবস্থান নিয়েছেন।
ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গত ১৩ থেকে ১৫ জানুয়ারি। অংশ নেয় দেশের ১৭টি জেলার মুসল্লিরা। দ্বিতীয় ধাপেও অংশ নেবেন ঢাকাসহ ১৭ জেলার মুসল্লি।
ঢাকাসহ দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছেন-মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা। অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি মুসল্লিরা।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরএস/জেডএস