চট্টগ্রাম: চট্টগ্রামে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) নগরীর চশমা হিলের বাসভবনে অনুষ্ঠিত নাসির-মিনহাজ পরিষদের মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
মহিউদ্দিন বলেন, বিএমএ নির্বাচনে পুলিশসহ প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের পরিস্থিতি খুবই খারাপ। দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, রোগীর খাদ্য ও ওষুধ লুটপাটের কারণে এই হাসপাতাল ধ্বংসের পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ক্ষমতার দাপটে একটি চক্র রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিদের জিম্মি করে রেখেছে।
নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ডা. নাসির উদ্দিন মাহমুদ ও ডা. আ ম ম মিনহাজুর রহমান প্যানেলকে জয়ী করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ডা.নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও ডা. আ ম ম মিনহাজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্বাচিপ ও বিএমএ’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা স্বাচিপের প্রতিষ্ঠাতা সভাপতি আ ন ম ফারুক অর রশিদ, সাবেক সিভিল সার্জন আবু তৈয়ব, ও সরফরাজ খাঁন চৌধুরী, চিকিৎসকদের মধ্যে পরিচালক আলী আকবর ভূঁইয়া, ফিরোজ খাঁন, হারুন অর রশিদ, এম এ রউফ, নাজির মোহাম্মদ খান টিপু, আবু মনসুর নিজাম উদ্দিন খালেদ, আবুল মনসুর, দিদারুল আলম, মেজবাহ উদ্দিন আহমেদ, বিপ্লব পালিত, সেলিম আহমেদ, জামাল উদ্দিন, সুরঞ্জিত বিশ্বাস, প্রদীপ চৌধুরী, নাহিদা আকতার, দিদারুল মুনীর, মুশফিকুর রহমান, মো. ইদ্রিস, সুরজিত ঘোষ, সৌমেন পালিত, ধীমান বড়ুয়া, নোবেল কুমার বড়ুয়া, সৌমেন বড়ুয়া, তাহিয়া আহমেদ, জিসানুর রহমান, মাইকেল চৌধুরী, জয়জিৎ চৌধুরী, আরিফ ইসলাম, মুনতাসির উদ্দিন এবং কথক দাশ।
২২ ডিসেম্বর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হবে নগরীর জামালখানে ডা.খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
আরডিজি/টিসি