ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই লাখ লোকের সমাগম হবে প্রধানমন্ত্রীর জনসভায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
দুই লাখ লোকের সমাগম হবে প্রধানমন্ত্রীর জনসভায় প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ

কক্সবাজার: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( চট্টগ্রাম বিভাগীয়) এনামুল হক শামীম বলেছেন, শনিবার (৬ মে) কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় দুই লাখ মানুষের সমাবেশ ঘটবে।

সাগরপাড়ের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় জনসভায় দলীয় ৩ হাজার নেতা-কর্মী স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
 
বৃহস্পতিবার (৪ মে) বিকেল সাড়ে চারটায় শেখ কামাল স্টেডিয়ামের জনসভাস্থলের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুক্রবার (৫ মে) সন্ধ্যার আগে সব প্রস্তুতি সম্পন্ন হবে।
সমাবেশস্থলে আগতদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সহযোগিতায় পাঁচটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সূত্র জানায়, শনিবার সকাল  নয়টার একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে বোয়িং বিমান চলাচল উদ্বোধন করে উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভ সড়কে পরিদর্শনে যাবেন। দুপুর আড়াইটা নাগাদ শেখ কামাল স্টেডিয়ামের জনসভার প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী। জনসভাস্থলে নবনির্মিত ৮টি প্রকল্পের উদ্বোধন ও ৮টি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন তিনি। জনসভা থেকেই দলীয় নেতা-কর্মীসহ জেলাবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাই জনসভা সফল করতে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, প্রধানমন্ত্রীর জন্য  ৪০ ফুট বাই ৬০ ফুটের মঞ্চ তৈরি করা হয়েছে।   শতাধিক শ্রমিক এক সপ্তাহ ধরে মাঠ পরিষ্কারের কাজ করছেন। জেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন দফায় দফায় প্রস্তুতি সভা করেছে। পৌর আওয়ামী লীগ সমাবেশস্থলের পাশের লেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ  হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবিসংবলিত ছয়টি নৌকার ব্যবস্থা করেছে।

কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, বিমানবন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত ৩০টি এলইডি বাল্ব ও শতাধিক এনার্জি বাল্ব দেওয়া হয়েছে। পর্যাপ্ত আলোর পাশাপাশি সড়কের পাশের নালা পরিষ্কার করা হয়েছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে চাওয়ার কিছু নেই। তিনি জেলাবাসীকে অনেক বেশি দিয়েছেন। এবার জেলাবাসীর সময় এসেছে প্রতিদান দেওয়ার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শাহাজাদা মহিউদ্দিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭

টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।