চট্টগ্রাম: চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীকে অর্থসহ পবিত্র কুরআন উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব কুরআন উপহার দেওয়া হয়েছে।
চন্দনাইশ শহর শাখার সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলা উদ্দিন আবির।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মো. আরমান।
অতিথিরা বলেন, আল কুরআন মানুষের হেদায়েতের চাবিকাঠি। মহিমান্বিত রমজানকে গুরুত্বপূর্ণ করা হয়েছে কুরআন নাজিলের মাস হওয়ার কারণে।
একজন ছাত্রকে নৈতিকতা সম্পন্ন ও দেশ-জাতির কল্যাণে প্রস্তুত হওয়ার জন্য আল-কুরআনের সংস্পর্শে থাকা আবশ্যক। নৈতিক ও চরিত্রবান জাতি গঠনের জন্য আল কুরআনের শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিষ্ঠাকাল থেকেই কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বিই/টিসি