ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের কুরআন উপহার ছাত্রশিবিরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
শিক্ষার্থীদের কুরআন উপহার ছাত্রশিবিরের কুরআন উপহার দেন অতিথিরা।

চট্টগ্রাম: চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থীকে অর্থসহ পবিত্র কুরআন উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব কুরআন উপহার দেওয়া হয়েছে।

 

চন্দনাইশ শহর শাখার সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলা উদ্দিন আবির।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মো. আরমান।

আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দিন, চন্দনাইশ পৌর আমির কাজী কুতুব উদ্দিন, ছাত্রশিবির দোহাজারী থানা শাখার সভাপতি আজম খান প্রমুখ।  

অতিথিরা বলেন, আল কুরআন মানুষের হেদায়েতের চাবিকাঠি। মহিমান্বিত রমজানকে গুরুত্বপূর্ণ করা হয়েছে কুরআন নাজিলের মাস হওয়ার কারণে।

একজন ছাত্রকে নৈতিকতা সম্পন্ন ও দেশ-জাতির কল্যাণে প্রস্তুত হওয়ার জন্য আল-কুরআনের সংস্পর্শে থাকা আবশ্যক। নৈতিক ও চরিত্রবান জাতি গঠনের জন্য আল কুরআনের শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে ছাত্রশিবির প্রতিষ্ঠাকাল থেকেই কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।