চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রাম: ঘূর্ণিঝড় ‘মোরা’ ধেয়ে আসছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম জেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা ও করণীয় নির্ধারণে সোমবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় জরুরি সভা ডেকেছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনও (চসিক) নিয়ন্ত্রণ কক্ষ খোলাসহ উপকূলীয় ওয়ার্ডগুলোর লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, নিয়ন্ত্রণ কক্ষ ও আশ্রয়কেন্দ্র খোলা, মাইকিংসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মেয়রের একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম।
আবহাওয়া অধিদপ্তর সোমবার (২৯ মে) সকাল নয়টায় জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোরা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
সকাল নয়টায় মোরা’র চট্টগ্রাম বন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব এবং পায়রা থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল।
ধেয়ে আসছে মোরা, ৭ নম্বর বিপদ সংকেত চট্টগ্রাম-কক্সবাজারে
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৯ মে, ২০১৭
এআর/টিসি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।