শুক্রবার (২৫ নভেম্বর) হেফাজতের উদ্যোগে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে শানে রেসালত সম্মেলনে সমাপনী দিনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুমার পর থেকে চারটি অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ নোমান ফয়জী, মাওলানা মুহাম্মদ শফি, মাওলানা ইসহাক।
আল্লামা শফী বলেন, খোদাভীরু নেতৃত্ব সৃষ্টি হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে। অন্যায়-অবিচার ও অনাচার, ঘুষ ও দুর্নীতি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর হয়ে যাবে।
সম্মেলনে বক্তব্য দেন আল্লামা জুনাইদ বাবুনগরী, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা আজিজুল হক আল মাদানি, মাওলানা ড. আ ফ ম খালেদ হোসেন, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মাহমুদ হাসান, মাওলানা মুহাম্মদ সলিমুল্লাহ, মাওলানা মাহমুদ হাসান ফতেপুরী, মাওলানা মুফতি শাখাওয়াত হোসাইন, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ইয়াকুব ওসমানী, মাওলানা মাহমুদুল হাসান গুনবী প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও হাফেজ মাওলানা মুহাম্মদ ফয়সাল।
আল্লামা শফী বলেন, হেফাজত একটি আধ্যাত্মিক ও আত্মসংশোধনমূলক সংগঠন। এটি সর্বজনীন অরাজনৈতিক একটি প্লাটফরম। মুসলমানদের ইমান-আকিদা, সভ্যতা-সংস্কৃতি, ইসলামের বিধান ও প্রতীকগুলোর হেফাজত করার জন্য মুসলমানদের সচেতন করে তোলা এবং ধর্মীয় ইস্যুতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা হেফাজত ইসলামের প্রধান লক্ষ্য।
মাওলানা মামুনুল হক বলেন, হেফাজতে ইসলাম কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত হয়নি এবং আগামীতেও হবে না। কাজেই হেফাজতকে নিয়ে রাজনৈতিক অপচেষ্টার দাঁতভাঙা জবাব হেফাজতে ইসলাম দিয়েছে।
এসব অপপ্রচারে কান না দেওয়ার জন্যও তিনি আহ্বান জানান।
হেফাজত কোনো নির্বাচনে অংশ নেবে না
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এআর/টিসি