ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ভর্তি পরীক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার সময় আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
চবিতে ভর্তি পরীক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার সময় আটক ৩

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) র‌্যাগ দেওয়ার সময় তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। 

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের সামনে থেকে এক ভর্তি পরীক্ষার্থীকে র্যাগ দেওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জিহাদ হাসান, লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরশিল আজিম নিলয় ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আরাফাত রহমান।

এর মধ্যে জিহাদ হাসান ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের কর্মী বলে জানা গেছে।

চবির (ভারপ্রাপ্ত) প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বাংলানিউজকে বলেন, ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে র্যাগ দেওয়ার সময় তিন ছাত্রকে আটক করে থানায় সোপর্দ করেছি।

হাটহাজারী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি বেলাল উদ্দিন বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।