সোমবার (২৮ অক্টোবর) বিকেলে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল হেফাজত আমিরের সঙ্গে দেখা করেন।
পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌজন্য সাক্ষাৎকালে সম্প্রতি ভোলার বোরহানউদ্দিনের সাম্প্রদায়িক ঘটনা চলাকালে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় হেফাজত আমির যে ভূমিকা পালন করেছেন তজ্জন্য সংখ্যালঘু জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পরিষদ নেতারা।
তারা ভবিষ্যতে এ রকম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আল্লামা শফীর দোয়া কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ইন্দু নন্দন দত্ত, চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সহ-সভাপতি ডা. গৌবিন্দ প্রসাদ মহাজান ও হাটহাজারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. অশোক কুমার দেব।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এআর/টিসি