ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিকরা জাতিকে সঠিক পথ দেখান: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
সাংবাদিকরা জাতিকে সঠিক পথ দেখান: তথ্যমন্ত্রী ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির সকল অর্জনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা জাতিকে সঠিক পথ দেখান। এতে উপকৃত হয় জাতি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরে তথ্যমন্ত্রীর বাসভবনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নব-নির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নব-নির্বাচিত কমিটির সফলতা কামনা করে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সম্পাদক সবুর শুভ, নির্বাহী সদস্য মহরম হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজে সদস্য আজাদ তালুকদার।

এসময় সাংবাদিক নেতারা সাংবাদিকদের কল্যাণে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

গত ৩০ জানুয়ানি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ২ ফেব্রুয়ারি নব নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।