ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক ছাত্রলীগের দু’গ্রুপে মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২, ২০২০
চমেক ছাত্রলীগের দু’গ্রুপে মারামারি চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি।

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে মেডিক্যাল কলেজের লবিতে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভুইয়া বাংলানিউজকে বলেন, অধ্যক্ষের কক্ষের সামনে দু’গ্রুপ মুখোমুখি হয়।

এক পর্যায়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও মারামারিতে জড়ায় তারা। এতে বেশ কয়েকজন আঘাত পেয়েছে।
এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে চমেক হাসপাতাল জরুরী বিভাগের সামনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শামীম হাসান বাংলানিউজকে বলেন, মেডিক্যালের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা ছিল। বাইরে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।