করোনাকালে দেশের দ্বিতীয় বৃহত্তম নগর, চট্টগ্রামে চালু হওয়া বাংলাদেশ মানবাধিকার কমিশনের ফ্রি অ্যাম্বুল্যান্স সার্ভিসের উপকারভোগী মোহাম্মদ রাজিব এভাবেই প্রতিক্রিয়া জানালেন বাংলানিউজের কাছে।
রাজিব বলেন, দুঃসময়ে অ্যাম্বুল্যান্স পাওয়াটা আমাদের জন্য বিরাট উপকার।
রফিকুল আলম মানবাধিকার কমিশনের অ্যাম্বুল্যান্স সেবা নিয়ে ফেসবুকে লিখেছেন, আমিনুল হক বাবু ভাই আমার অ্যাম্বুলেন্স লাগবে।
গত ২০ এপ্রিল থেকে নগরের সাধারণ রোগীদের বিনামূল্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স সেবা দিচ্ছে চারটি মোবাইল ফোন নাম্বারে (০১৬১৭ ৪৪৫৫৪৪, ০১৭১৮ ২১৮৪১৫, ০১৭১২ ৮২৩৭২১ ও ০১৫১৯ ৭০২০২০)।
‘মানবতার ডাকে সাড়া, দিন রাত ২৪ ঘণ্টা’ স্লোগানের এ অ্যাম্বুল্যান্স সেবা পেয়েছেন কয়েকশ’ মানুষ। এর মধ্যে রোগী, ডাক্তার, রক্তদাতাও নিয়েছেন জরুরি সেবা।
আমিনুল হক বাবু বাংলানিউজকে বলেন, লকডাউন পিরিয়ডে যানবাহনের অপ্রতুলতার কারণে মানুষের কষ্ট লাঘবে এ উদ্যোগ নিয়েছি আমরা। সংগঠনের নেতৃবৃন্দের মোবাইল নাম্বারে ফোন করে চট্টগ্রাম সিটির যেকোনো মুমূর্ষু রোগী এ সেবা নিতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে আগ্রহ থাকলেও করোনা সাসপেক্ট অথবা করোনা রোগী পরিবহন করতে পারছি না আমরা। কারণ করোনা রোগী পরিবহনে বিশেষ নিরাপত্তা প্রয়োজন। আমাদের তিনটি অ্যাম্বুল্যান্স ২৪ ঘণ্টা সপ্তাহের ৭ দিন সেবা দিচ্ছে।
তিনি জানান, করোনাভাইরাসের শুরু থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক শাখার পক্ষ থেকে ৫ হাজার মাস্ক এবং ২ হাজার স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এর বাইরে একটানা ১০ দিন নগরের বিভিন্ন এলাকায় বিশেষ করে স্টেশন রোডে ছিন্নমূল, মাঝিরঘাটে শ্রমিক, কদমতলীতে বস্তি এলাকা, ইপিজেডে শ্রমিক এলাকা, আকবর শাহ সহ বিভিন্ন জায়গায় দৈনিক ৩০০ লোকের মধ্যে খাদ্য সরবরাহ করা হয়। করোনা রোগীদের জন্য আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ফ্লাস্কসহ সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ১৬, ২০২০
এআর/টিসি