বুধবার (০১ জুলাই) কন্ট্রোল অফিস ছাড়াও পুরাতন সেল ডিপো ও রেলওয়ে একাডেমি পরিদর্শন করেন তিনি।
কন্ট্রোল অফিসে দায়িত্বরত কর্মকর্তাদের ট্রেন পরিচালনায় কোনো সমস্যা আছে কি-না জানতে চান সরদার সাহাদাত আলী।
এছাড়া পুরাতন সেল ডিপোতে ঘটে যাওয়া চুরির বিষয়েও খোঁজ খবর নেন তিনি।
সরদার সাহাদাত আলী বাংলানিউজকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পাহাড়তলী কন্ট্রোল অফিস, সেল ডিপো ও রেলওয়ের একাডেমি পরিদর্শন করা হয়। এসময় দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার বিষয়গুলো নোট করা হয়। ট্রেন পরিচালনা যাতে ব্যাহত না হয় সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফকির মো্. মহিউদ্দিন, চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, আরএনবির চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলাম, রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান, কমান্ড্যান্ট শফিকুল ইসলাম, রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
জেইউ/টিসি