সেগুন ও রাবার কাঠের বক্স খাট, সোফা সেট, চেয়ার ও টেবিলসহ অন্যান্য ফার্নিচার এবং দরজার-জানালার কাঠও পাওয়া যাচ্ছে বিএফআইডিসি’র স্টলে।
বাণিজ্যমেলার সপ্তম দিনে শনিবার (০৭ জানুয়ারি) কথা হয় বিএফআইডিসি’র ডেপুটি ম্যানেজার (আইন) আলাউদ্দিনে সঙ্গে।
তিনি বাংলানিউজকে বলেন, সিজনিং করা কাঠে ফার্নিচার তৈরি হওয়ায় গুনগত মান ভালো। আর লাইফ টাইম ৬০-৭০ বছর। এছাড়া বিক্রয়োত্তর এক বছরের সেবা পাওয়া যায়।
উল্লেখযোগ্য ফার্নিচারের মধ্যে সেগুন কাঠের সিনিয়র এক্সিকিউটিভ টেবিলের মূল্য ৭৯ হাজার ৫০০ টাকা, সেগুন কাঠের চেয়ার ২৪ হাজার টাকা, সেগুন কাঠের ডাইনিং টেবিল ও ছয়টি চেয়ারের মূল্য ৭০ হাজার টাকা, বক্সখাট ৪৮ হাজার টাকা, প্রথম শ্রেণীর কাঠের সোফাসেট ৮৪ হাজার টাকা।
আলাউদ্দিন বলেন, সব আসবাবপত্রের কাঠ বৈজ্ঞানিক উপায়ে টিটেড ও সিজন্ড বিধায় র্দীঘস্থায়ী, টেকসই ও উন্নতমান নিশ্চিত করা হয়েছে। রাবার কাঠ রাসায়নিক প্রক্রিয়াজাত ও সিজন্ড বিধায় ফাঁকা ও বাঁকা হয় না, ঘনপোকার আক্রমণ থেকে নিরাপদ, সব মৌসুমে স্বাচ্ছন্দে ব্যবহার করা যায়।
সিলেট, চট্টগ্রাম ও মধুপুরের বন থেকে গাছ সংগ্রহ করে ঢাকার মিরপুর ও তেজগাঁও, চট্টগ্রামের কালুরঘাটে কাঠ প্রক্রিয়াজাত করে ফার্নিচারে ব্যবহারের জন্য উপযোগী কাঠ তৈরি করা হয়।
বনশিল্পের স্টলে দর্শনার্থীদের দেশীয় কাঠের পণ্য দেখতেও আগ্রহ দেখা যায়। প্রথমবার অংশ নিয়ে মেলায় ভালো সাড়া পাওয়া গেছে বলেও জানান বিএফআইডিসি’র এ কর্মকর্তা।
এদিকে ছুটির দিনে দুপুরের পর মেলায় দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকছে মেলার গেট।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমআইএইচ/জিপি/এসএইচ