ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে ‘মিঠাই’র শোরুম চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
সিলেটে ‘মিঠাই’র শোরুম চালু

ঢাকা: ঐতিহ্যবাহী সব মিষ্টির সমাহার নিয়ে সিলেটে দু’টি শোরুম চালু করেছে রিটেইল চেইনশপ ‘মিঠাই’। 

সম্প্রতি জেলার শিবগঞ্জ বাজার ও আম্বরখানা পয়েন্টে শোরুম দু’টি উদ্বোধন করেন মিঠাইয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (বিপণন) মনিরুল ইসলাম।  

মিঠাইয়ের শোরুমে বিভিন্ন ধরনের মিষ্টি, শন পাপড়ি, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন নাগেট, চিকেন শর্মা, ফ্রাইড রাইস, কফি, লাচ্ছি, জুস ও বেভারেজসহ প্রভৃতি খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে।

 

মনিরুল ইসলাম জানান, মিঠাইয়ের লক্ষ্য সারাদেশে সুলভ মূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টি পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে সারাদেশে মিঠাইয়ের শোরুম চালু করা হচ্ছে। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাইয়ের ৪২টি শোরুম চালু রয়েছে।  
  
অনুষ্ঠানে মিঠাইয়ের সিনিয়র ম্যানেজার (অপারেশন) আশরাফুল আলম, ম্যানেজার (সেলস) পলাশ সমাদ্দার, ম্যানেজার (অপারেশন) আব্দুল্লাহ আল হাদিসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।