রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তি মালিকানায় পরিচালিত কিছু হোটেল/রেস্তোরাঁ এবং শহরাঞ্চলের কাছাকাছি স্থাপিত বিভিন্ন বিনোদন পার্কে ব্যাংকনোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল/টোকেন, টিকিট ইত্যাদি ছাপিয়ে ব্যবহার করা হচ্ছে। টাকার আদলে এ ধরনের বিল/কুপন/টিকিট ব্যবহারের মাধ্যমে জনসাধারণ প্রতারিত হতে পারে এবং জালনোট প্রস্তুতকারী চক্রের প্রতারণা বৃদ্ধি পাবে।
এছাড়া, ব্যাংকনোটের আদলে খাবারের মূল্য/বিল/কুপন/টিকিট প্রস্তুত ও ব্যবহার একটি দণ্ডনীয় অপরাধ। সুতরাং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে।
এ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে বর্ণিত কর্মকাণ্ড থেকে বিরত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এসই/জেডএস