ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা-আরিচা মহাসড়ক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
শিক্ষার্থীদের অবরোধে অচল ঢাকা-আরিচা মহাসড়ক ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার ও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে।

বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার ব্যানারে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করে।  

এদিকে শিক্ষার্থীদের উপর পুলিশ যাতে হামলা না চালায় সে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

 

এর আগেও শিক্ষার্থীরা একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।