বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে কলেজের নোটিশ বোর্ডে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
খ্যাতনামা এ কলেজটি থেকে ১ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮৪৯ জন।
বিজ্ঞান বিভাগের ১ হাজার ৪০০ জনের মধ্যে ৯২৩ জন, মানবিকের ২৩৩ জনের মধ্যে ২২ জন ও বাণিজ্যিক বিভাগের ২২২ জনের মধ্যে ৫২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া অহনা মাহিন বাংলানিউজকে বলেন, আমার পরীক্ষা একটু খারাপ হওয়ায় জিপিএ-৫ নিয়ে উদ্বিগ্ন ছিলাম। ফল দেখে নিশ্চিত হলাম। এজন্য শিক্ষকদের কাছে আমি কৃতজ্ঞ।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসকেবি/জেডএস