ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে নীতিমালা তৈরির উদ্যোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে নীতিমালা তৈরির উদ্যোগ

ঢাকা: শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কাউন্সিলিং সেবা প্রদান করতে জাতীয় নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার পর আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত জাতীয় নীতিমালা করতে একটি কমিটি গঠন করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখা থেকে মঙ্গলবারের (৫ মার্চ) স্বাক্ষর করা আদেশে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের সুইসাইড/বুলিংসহ যেকোন ধরনের ইনজুরি প্রতিরোধ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে কাউন্সিলিং সেবা প্রদান সংক্রান্ত জাতীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করা হলো।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) জাবেদ আহমেদকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটি আগামী এক মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুইসাইড/বুলিংসহ যেকোন ধরনের ইনজুরি প্রতিরোধ ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে কাউন্সিলিং সেবা প্রদান সংক্রান্ত একটি জাতীয় নীতিমালার খসড়া মতামতসহ মন্ত্রণালয়ে দাখিল করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন-সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল আমিন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মাকসুদা হোসেন, আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোল্যা সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও রাজধানীর গভ. ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক। আর সদস্য সচিব হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক)।   

গত বছরের ৩ ডিসেম্বর শান্তিনগরে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারী আত্মহত্যা করেন। তার বাবা দিলীপ অধিকারীর অভিযোগ, বাবা-মায়ের সামনে অরিত্রীকে অপমান করায় সে আত্মহত্যা করেছে। এ ঘটনার পরদিন আদালত আত্মহত্যাজনিত ঘটনা প্রতিরোধে একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিল।    

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ