ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে ঈদ-উল-আজহার ছুটি শুরু ৭ আগস্ট

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
রাবিতে ঈদ-উল-আজহার ছুটি শুরু ৭ আগস্ট

রাবি: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছুটি শুরু হচ্ছে ৭ আগস্ট থেকে। ছুটি চলবে ২২ আগস্ট পর্যন্ত। এসময় সব প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

রোববার (০৪ আগাস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বাংলানিউজকে জানান, ‘৭ থেকে ২২ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

২৩ ও ২৪ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকায় ২৫ আগস্ট থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।  

বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে ৮ থেকে ২২ আগস্ট। এ ছাড়াও আবাসিক হলগুলো ৮ থেকে ২৩ আগস্ট বন্ধ থাকবে। ২৪ আগস্ট সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯   
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।