মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে। পরে বৃষ্টিবাধায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়। তিনি বলেন, বশেমুরবিপ্রবির সব শিক্ষার্থীর আন্দোলনে বিজয় এসেছে। এই বিজয় দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি আবারও প্রমাণ করেছে দুর্নীতি-জালিয়াতি-স্বৈরাচারী কায়দায় চলমান প্রশাসনের বিরুদ্ধে সম্মিলিত ছাত্র আন্দোলনই দাবি আদায়ের একমাত্র পথ। আমরা আশাবাদী, এই আন্দোলন অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়বে বাংলাদেশের সব ক্যাম্পাসে।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাগীব নাঈম, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ফয়জুর মেহেদী, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তামজীদ হায়দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসকেবি/এএ