ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনই মুক্তির পথ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
স্বৈরাচারী প্রশাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনই মুক্তির পথ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: আন্দোলনের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগ করায় শিক্ষার্থীদের শুভেচ্ছা জনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে। পরে বৃষ্টিবাধায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

এতে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়। তিনি বলেন, বশেমুরবিপ্রবির সব শিক্ষার্থীর আন্দোলনে বিজয় এসেছে। এই বিজয় দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি আবারও প্রমাণ করেছে দুর্নীতি-জালিয়াতি-স্বৈরাচারী কায়দায় চলমান প্রশাসনের বিরুদ্ধে সম্মিলিত ছাত্র আন্দোলনই দাবি আদায়ের একমাত্র পথ। আমরা আশাবাদী, এই আন্দোলন অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়বে বাংলাদেশের সব ক্যাম্পাসে।  

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাগীব নাঈম, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ফয়জুর মেহেদী, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তামজীদ হায়দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।