ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

বিনোদন

বিপণন বিশেষজ্ঞ তারিক আনাম খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
বিপণন বিশেষজ্ঞ তারিক আনাম খান

অভিনেতা তারিক আনাম খানকে সবাই চেনেন। মঞ্চে, টিভি নাটকে, চলচ্চিত্রে তার অভিনয়ে প্রশংসায় মঞ্চমুখ হন।

কিন্তু এটাই তার একমাত্র যোগ্যতা নয়, আরও আছে। আমজনতা মুগ্ধ হন তার অভিনয়ে, আর ব্যবসা জগৎ মুগ্ধ হয় তার বিপণণ কৌশলে। আকিজ গ্রুপ তাই লুফে নিলো তাকে।

সম্প্রতি গ্রুপটির বিপণণ বিশেষজ্ঞ হিসেবে যোগ দিলেন তারিক আনাম খান। ব্র্যান্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং কমিউনিকেশন, সেলস ও ডিসট্রিবিউশন-সহ গ্রুপটির বিভিন্ন ক্ষেত্রে পর্যবেক্ষক ও উপদেষ্টা হিসেবে কাজ করবেন বর্ষীয়ান এই অভিনেতা। থাকবেন মুখপাত্র হিসেবেও।

তবে ক্ষেত্রটিতে তারিক আনাম খান যে এই প্রথম, তা কিন্তু নয়। ১৯৮৫ সালে বিজ্ঞাপনী সংস্থা অ্যাডশপ প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময় থেকেই কাজ করে আসছেন বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে। গত তিন দশক ধরে দেশের ব্র্যান্ড ডেভেলপমেন্ট ও মার্কেটিং কমিউনিকেশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।



বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।