ঢাকা, রবিবার, ৩০ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

বিনোদন

বিয়ের আগে সম্পর্কে বিচ্ছেদ, বিজয়কে পেতে তন্ত্রসাধনায় তামান্না!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
বিয়ের আগে সম্পর্কে বিচ্ছেদ, বিজয়কে পেতে তন্ত্রসাধনায় তামান্না! বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া

ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন কিছুদিন আগেও ‘টক অফ দ্য টাউন’ ছিল। রেস্তরাঁ থেকে সিনেমার পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করতে দেখা যেত তাদের।

নিজেদের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি এই তারকাযুগল।

চলতি বছরেই বিয়ের কথাও ছিল এই তারকাজুটির। কিন্তু তার আগেই সম্পর্ক ভেঙে গেছে।

সূত্রের খবর, বিয়ে করতে চেয়েছিলেন তামান্না। কিন্তু এখনই প্রস্তুত নন বিজয়। তবে সম্পর্ক ভাঙলেও তাদের মধ্যে নাকি বন্ধুত্বের সম্পর্ক অটুট রয়েছে।

এদিকে সম্পর্ক ভাঙার পরে নাকি বিষণ্ণ ছিলেন তামান্না। কিন্তু বর্তমানে তিনি আসন্ন সিনেমা ‘ওডেলা ২’ নিয়ে ব্যস্ত। এই সিনেমার প্রচারে গিয়ে এক প্রশ্নের মুখোমুখি হয়ে মেজাজ হারান অভিনেত্রী। ‘ওডেলা ২’ সিনেমাতে এক তন্ত্রসাধিকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এই সংক্রান্তই নানা প্রশ্ন করা হচ্ছিল তামান্নাকে। সে সময় এক সাংবাদিক ইঙ্গিতে বিজয়ের প্রসঙ্গ টেনে আনেন।

তামান্নাকে ওই সাংবাদিক প্রশ্ন করেন, এমন কোনও ব্যক্তি রয়েছেন যার উপর তন্ত্র-মন্ত্রের দ্বারা আপনি ‘বিজয়’ অর্জন করতে চান? এমন প্রশ্নের অর্থ বুঝতে সময় লাগেনি তামান্নার। সাংবাদিক আসলে জানতে চেয়েছিলেন, তন্ত্রের দ্বারা কি বিজয়ের মন পেতে চেষ্টা করবেন তামান্না? উত্তরে তামান্না বলেন, আমাকে তো আপনার ওপরেই তন্ত্র প্রয়োগ করতে হবে। তার পর সব ছবি শিকারি আমার হাতের মুঠোয় থাকবে। আপনি কী বলেন? আপনার ওপরে করব নাকি কালো জাদু?

২০২৩ সালে বিজয় বর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন তামান্না। তিনি জানিয়েছিলেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা।

দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে, চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা যায় বিজয় ভার্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।