ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

২৩ জানুয়ারি আসছে তিন তারকার ‘দ্বিতীয় কৈশোর’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
২৩ জানুয়ারি আসছে তিন তারকার ‘দ্বিতীয় কৈশোর’ আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব ও তাহসান খান

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় তিন তারকা তাহসান খান, জিয়াউল ফারুক অপূর্ব এবং আফরান নিশো। ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’র মাধ্যমে তাদের তিনজনকে এক করেছেন নির্মাতা শিহাব শাহীন।

আগামী ২৩ জানুয়ারি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’-এ ৬০ মিনিট দৈর্ঘ্যরে ওয়েব ফিল্মটি মুক্তি পেতে যাচ্ছে।

ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধর্মী সঙ্কটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মটির কাহিনী।

জীবনকে তারা কিভাবে দেখেন এবং প্রাপ্তি-অপ্রাপ্তির নানান হিসেবের বিভিন্ন ঘটনা গল্পটিতে প্রাধান্য পেয়েছে। তাহসান খান ও  সানজিদা প্রীতিওয়েব ফিল্মটি প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, জনপ্রিয় এই তিন তারকাকে একসাথে পাওয়া দুরূহ হলেও গল্পের প্রয়োজনেই প্রথমবারের মতো একসাথে তাদেরকে নিয়ে কাজ করছি। নির্মাণের দিক দিয়ে কাজটি করা হয়েছে চলচ্চিত্রের আদলে। নির্মাণ, গল্প ও অভিনয় সবকিছুতেই রয়েছে চলচ্চিত্রের আবহ।

তিন তারকার পাশাপাশি ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, রাইসা অর্পা, নাজিয়া হক অর্ষা, রিফাত জাহান প্রমুখ। নতুন বছরের শুরুতে রাজধানীর উত্তরার বেশ কয়েকটি লোকেশনে ‘দ্বিতীয় কৈশোর’ শুটিং হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।