ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গানচিত্রে সোহেল মেহেদীর ‘প্রাণ সখী’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
গানচিত্রে সোহেল মেহেদীর ‘প্রাণ সখী’ সোহেল মেহেদী ও তার গান ভিডিওর পোস্টার

এবারের বৈশাখে ‘প্রাণ সখী’ শিরোনামে গান ভিডিও প্রকাশ পেলো সঙ্গীতশিল্পী সোহেল মেহেদীর কণ্ঠে।

অভি আকাশের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

এতে মডেল হয়েছে পুনম হাসান জুঁই-বাধঁন। আছে সোহেল মেহেদীর উপস্থিতিও।  

এ গান ভিডিও প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, মনের টানে ভালোবেসে গান করি। কথা, সুর ও সঙ্গীত এই গানটি বেশ ভালো হয়েছে। এককথায় মাটির সুরের গান ‘প্রাণ সখী’। এরইমধ্যে গানটি প্রকাশের পর থেকেই খুব প্রশংসা পাচ্ছি।  

সোমবার (১৫ এপ্রিল) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ভিডিওতে প্রকাশ পেয়েছে ‘প্রাণ সখী’। এছাড়াও গানটি শোনা যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট , জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।