‘ভাই আছে না’ নাটকের অভিনয়শিল্পীরা
ঈদ আয়োজনে সেজান নূরের রচনায় ‘ভাই আছে না’ শিরোনামের নাটক নির্মাণ করেছেন স্বাধীন ফুয়াদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, নাদিয়া আফরিন মিম, অ্যালেন শুভ্র, নজরুল রাজ, জাফিয়া হক, দেলোয়ার প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, পরিবারের তিন সন্তান নজরুল রাজ, মিশু সাব্বির ও অ্যালেন শুভ্র। ভাইদের মধ্যে সবার বড় নজরুল।
তিনি বিত্তবান এবং মানবিক। মানুষের বিপদে সব সময় এগিয়ে আসেন। এ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেন না ছোট দুই ভাই মিশু সাব্বির ও অ্যালেন শুভ্র। তাদের ধারণা, নিজেদের সব সম্পত্তি নজরুল একাই নিয়ে নিচ্ছে এবং তা দিয়েই সমাজসেবা করছে। কিন্তু এর মধ্যেই ঘটে নানা ঘটনা। তা অনুসন্ধান করে সাংবাদিক নাদিয়া মিম।
এই নাটক প্রসঙ্গে নজরুল রাজ বলেন, ‘আমাদের পরিবার ও সমাজে কিছু মানুষ থাকেন, যারা ভালো কাজের নেপথ্যেরও কারণ খোঁজেন। এই নাটকের গল্পটি এমনই। আমি সমাজসেবা তথা মানুষের বিপদে এগিয়ে আসি। কিন্তু আমার ভাইয়েরা তা কোনোভাবেই পছন্দ করেন না। কিন্তু শেষে তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। আশা করি নাটকটি দর্শক উপভোগ্য হবে। ’
রাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় আসছে ঈদে ‘ভাই আছে না’ নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
ওএফবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।