সব্যসাচী এই লেখকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাট্যদল প্রাঙ্গনেমোর মঞ্চে আনছে তাদের ৮ম প্রযোজনা ‘ঈর্ষা’র ২৭তম প্রদর্শনী। হ্যাঁ, ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হবে সৈয়দ শামসুল হকের লেখা নিরীক্ষাধর্মী কাব্যনাট্য ‘ঈর্ষা’।
১ ঘণ্টা ৫০ মিনিটের এই নাটকে রয়েছে ৭টি সংলাপ। এর সবচেয়ে বড় সংলাপটি ২৭ মিনিটের এবং সবচেয়ে ছোট সংলাপটি ১৩ মিনিটের।
এই নাটক প্রসঙ্গে নূনা আফরোজ বাংলানিউজকে বলেন, ‘এটি সৈয়দ শামসুল হককে হারানোর মাস। ব্যক্তি শামসুল হকের প্রস্থান হয় কিন্তু সব্যসাচী লেখক, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার সৈয়দ হকের মৃত্যু নেই। তার উপস্থিতি অনুভর করার জন্য দেখতে আসুন নাটক ‘ঈর্ষা’। বিশেষ করে সৈয়দ হকের ভক্ত-পাঠক ও অনুরাগীদের আসার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
ওএফবি