এদিন বেলা ১১টা নাগাদ গল্ফ গ্রিনের বাড়ি থেকে কলকাতার রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয় তাপস পালের দেহ। সেখানে তাকে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।
দুপুর ১টার পর রবীন্দ্র সদন থেকে কেওড়াতলায় নিয়ে যাওয়া হয় তাপস পালের মরদেহ। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানোর সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিমসহ অনেকে। এসময় টালিগঞ্জের শিল্পী, পরিচালক ও কলাকুশলীরাও উপস্থিত হন তাদের প্রিয় এই সহকর্মীকে বিদায় জানাতে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন টলিউডের নন্দিত অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পাল। সেদিন রাতেই তার মরদেহ বিমানে মুম্বাই থেকে কলকাতায় নিয়ে আসা হয়। সরকারি ব্যবস্থাপনাতেই দেহ পৌঁছায় অভিনেতার গল্ফ ক্লাব রোডের বাড়িতে। সেখানে তাপস পালকে শেষ শ্রদ্ধা জানান টলিউডের শিল্পী ও কলাকুশলীরা।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এমকেআর