ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনব কায়দায় মানব কম্পিউটারের বায়োপিক মুক্তির ঘোষণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
অভিনব কায়দায় মানব কম্পিউটারের বায়োপিক মুক্তির ঘোষণা শকুন্তলা রূপে বিদ্যা বালান

করোনা আবহে সিনেমা হল খোলার এখন কোনো সম্ভাবনা নেই। তাই পূর্বে নির্মিত সিনেমাগুলো একে একে অনলাইন রিলিজের পথেই হাঁটছেন প্রযোজকরা। ইতোমধ্যেই আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন অভিনীত ‘গুলাবো সিতাবো’। এবার এই প্লাটফর্মেই মুক্তি পাচ্ছে মানব কম্পিউটার খ্যাত শকুন্তলা দেবীর বায়োপিক।

আমাজন প্রাইম একটি ভিডিও প্রকাশ করে বিদ্যা বালান অভিনীত ‘শকুন্তলা দেবী’র মুক্তির তারিখ ঘোষণা করেছে। আর সে তারিখটা ঘোষিত হয়েছে অভিনব কায়দায়।

ভিডিওটিতে বিভিন্ন রকম গণিতের সমাধানের কথা বলেছেন বিদ্যা বালান। এমন কিছু অঙ্ক যা মুহূর্তে সমাধান করা দুঃসহ ব্যাপার। ওই অঙ্কের মধ্যেই লুকিয়ে ‘শকুন্তলা দেবী’র মুক্তির দিন। ভিডিওয় বিদ্যা বালান জিজ্ঞাসা করেন, (৪৩১ x ১০২ + ৯৮৪২১ – ১৪৮৭ x ৪৬) x ৩৭৮০ ÷ ৯ কত হয়? এর উত্তরও তিনি দিয়েছেন, ৩১০৭২০২০। অর্থাৎ ৩১ জুলাই ২০২০ তারিখে মুক্তি পাবে মানব কম্পিউটর শকুন্তলা দেবীর বায়োপিক।

৩১ জুলাই আমাজন প্রাইম ভিডিওর হাত ধরে বিশ্বের ২০০টি দেশে ‘শকুন্তলা দেবী’র প্রিমিয়ার হতে চলেছে । সিনেমাটিতে মানব কম্পিউটার হিসেবে খ্যাত শকুন্তলা দেবীর ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান। তার স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। শকুন্তলা দেবীর মেয়ের ভূমিকায় দেখা যাবে ‘দঙ্গল’খ্যাত সানায়া মালহোত্রাকে।  

সিনেমাটি পরিচালনা করেছেন অনু মেনন। ২০১৫ সালে ‘ওয়েটিং’ ও ২০১৯-এর ‘ফোর মোর শটস প্লিজ’-এর প্রথম সিজন পরিচালনা করেছিলেন তিনি। পরিচালনার পাশাপাশি ‘শকুন্তলা দেবী’র চিত্রনাট্যও লিখেছেন অনু।  

উল্লেখ্য, ‘শকুন্তলা দেবী’র পাশাপাশি অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’, রাজকুমার রাও অভিনীত ‘লুডো’, জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’, সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’সহ আরও বেশ কিছু সিনেমাও ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।