ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুমেকের করোনা আক্রান্ত সেই চিকিৎসক আইসিইউ থেকে কেবিনে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মে ৪, ২০২০
খুমেকের করোনা আক্রান্ত সেই চিকিৎসক আইসিইউ থেকে কেবিনে

ঢাকা: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক মাসুদ আহমেদের (৫৫) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৪ মে) দুপুরে হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান কচি বাংলানিজকে এ তথ্য নিশ্চত করেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত মাসুদ আহমেদের অবস্থা ভালোর দিকে।

তাকে আইসিইউ থেকে শিফট করে কেবিনে নেওয়া হয়েছে। দুই-তিন দিনের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা যায়।

এর আগে গত ১৮ এপ্রিল খুলনায় মাসুদ আহমেদের করোনা ভাইরাস শনাক্ত হয়। শুরুতে তাকে খুলনা করোনা হাসপাতালে (ডায়বেটিক হাসপাতাল) রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে অবস্থার অবনতি হলে এক পর্যায়ে তাকে স্থলপথে ঢাকায় আনার চেষ্টা করা হয়। পরে ওই পরিকল্পনা বাদ দিয়ে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাকে রাজধানীতে আনা হয় এবং চিকিৎসার জন্য ভর্তি করা হয় মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মে ০৪, ২০২০
পিএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।