ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে বন্দুকধারীর গুলিতে রাশিয়ার রাষ্ট্রদূত আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
তুরস্কে বন্দুকধারীর গুলিতে রাশিয়ার রাষ্ট্রদূত আহত ছবি: সংগৃহীত

তুরস্কে রাজধানী আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ এক সশস্ত্র বন্দুকধারী গুলিতে আহত হয়েছেন।

ঢাকা: তুরস্কে রাজধানী আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ এক সশস্ত্র বন্দুকধারী গুলিতে আহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে তুরস্কের সংবাদমাধ্যমগুলো এমন খবর জানায়।

খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় একটি আর্ট গ্যালারির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় এক বন্দুকধারী। এতে রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভ গুরুতর আহত হন। প্রাথমিকভাবে এ হামলার কারণ জানা যায়নি এবং কেউ দায়ও স্বীকার করেনি।

** তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূতের ওপর হামলা

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।