ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বামদের ত্রিপুরায় বিজেপির জয়ধ্বনি, এগিয়ে নাগাল্যান্ডেও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
বামদের ত্রিপুরায় বিজেপির জয়ধ্বনি, এগিয়ে নাগাল্যান্ডেও নির্বাচনে জয়ের খবরে কর্মী-সমর্থকদের উল্লাস। ছবি: সংগৃহীত

ঢাকা: উত্তর-পূর্ব ভারতে রাজ্য ত্রিপুরায় দীর্ঘবছর সরকার চালানো বামদের হটিয়ে মসনদ দখল করলো কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি। রাজ্যের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে দলটি। 

জয়ধ্বনি নাগাল্যান্ডেও। রাজ্যটিকে বিজেপি জোট পেয়েছে ৩১টি আসন।

তবে সেভেন সিস্টার্সের অপর রাজ্য মেঘালয়ে এগিয়ে রয়েছে কংগ্রেস।   

শনিবার (০৩ মার্চ) এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ গণনায় ত্রিপুরা বিধানসভার ৫৯টি (একটি আসন স্থগিত) আসনের মধ্যে ৪১টি আসন পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিজেপি।  

আর বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সরকারের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট) পেয়েছে ১৮টি আসন। তবে কংগ্রেস কোনো আসন পায়নি ত্রিপুরায়।  

রাজ্যে সরকার গঠনের জন্য ৩১টি আসন প্রয়োজন। বিজেপি পেয়েছে ৪১টি; সুতরাং বিপুল জয় নিয়ে এবার সরকার গঠনের পথেই একধাপ এগিয়ে গেল দলটি।  

বাংলাদেশ লাগোয়া ত্রিপুরায় বাম ফ্রন্ট ১৯৭৭ সালে প্রথম ক্ষমতায় আসে। ১৯৮৩ সালের নির্বাচনেও ধারাবাহিক জয় পায় তারা। ১৯৮৮ সালে কংগ্রেস-টিইউজেএস জোটের কাছে হারলেও পরের ভোটেই অর্থাৎ ১৯৯৩ সালে ফের রাজ্যের ক্ষমতায় আসে বাম ফ্রন্ট। তারপর টানা ক্ষমতায় মানিক সরকার।  

প্রায় ৩৪ বছর শাসনের পর ২০১১ পশ্চিমবঙ্গে বাম শাসনের অবসান ঘটলেও ত্রিপুরায় দুর্গ আগলে রাখছিলেন লাল ঝাণ্ডা ওড়ানো মানিক। এখন তাও হারাতে হচ্ছে।  

গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজ্যের বিধানসভার চারিলাম আসনের সিপিএম প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার মৃত্যুতে ওই আসনে ভোট স্থগিত করা হয়। ওই আসনে আগামী ১২মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ তথ্যমতে, সেভেন সিস্টার্সের অপর রাজ্য নাগাল্যান্ডেও এগিয়ে রয়েছে বিজেপি জোট। নাগাল্যান্ড বিধানসভার ৬০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ৩১টি আসন প্রয়োজন।  

এর মধ্যে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি) পেয়েছে ৩১টি। আর আঞ্চলিক দল এনপিএফ পেয়েছে ২৪টি আসন। আর অন্যান্য দল পাঁচটি আসন পেয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ওই রাজ্যে ভোটগ্রহণ হয়।  

এদিকে একই দিন ভোট হওয়া মেঘালয়ে এগিয়ে রয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। দলটি ওই রাজ্যে ২২টি আসন পেয়েছে। আঞ্চলিক দল এনপিপি পেয়েছে ১৬। বিজেপি ৪ এবং অন্যান্য দল ১৭টি আসন পেয়েছে।  

প্রার্থী খুন হওয়ার কারণে মেঘালয়ের উইলিয়ামনগর আসনের নির্বাচন স্থগিত রয়েছে। এখানে পরে ভোটগ্রহণ হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮/আপডেট: ১৪১০ ঘণ্টা
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।